Menu

ইউএনও’র ওপর হামলার প্রতিবাদে সারিয়াকান্দিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর সন্ত্রাসী কর্তৃক নির্মম হামলার প্রতিবাদে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ওই কর্মসূচি পালন করেন। মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ বর্বরোচিত হামলার প্রতিবাদ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া, সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আকরামুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আজগর, বীর মুক্তিযোদ্ধা এ.এস.এম সিরাজুল ইসলাম, আব্দুল করিম মাস্টার প্রমূখ।
এ সময় বক্তারা ইউএনও ওয়াহিদা খানের হামলার প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই হত্যা চেষ্টার সাথে জড়িতদের বিচারের দাবী করেন।

No comments

Leave a Reply

four × two =

সর্বশেষ সংবাদ