সোনাতলা সংবাদ ডটকম ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন ও উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকের পর রাত ৯টার দিকে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ফখরুল বলেন, ‘এই সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। তাই আমাদের স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে, এই নির্বাচনে আমরা অংশ নেব না।’
আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি উপনির্বাচন হওয়ার কথা। আর মার্চ মাস থেকে পর্যায়ক্রমে দেশের সব উপজেলা পরিষদ নির্বাচন হবে।
Leave a Reply