সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়া- ১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, আওয়ামীলীগ সরকারের শাসনামলে দেশ উন্নয়নের সিঁড়িতে রয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে। তাই এলাকার উন্নয়নের জন্য উপজেলা প্রশাসনের স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি আজ মঙ্গলবার সোনাতলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সোনাতলা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মোঃ জিয়াউল করিম শ্যাম্পোর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনাতলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, সারিয়াকান্দী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু, সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নু, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, উপজেলা যুবলীগের সভাপতি পিদা হাসান খান টিটো প্রমুখ।
Leave a Reply