Menu

কাহালুতে আদালতের নির্দেশে উদ্ধার মানুষিক ভারসাম্যহীন মাজেদাকে রাজশাহী সেফহোমে প্রেরণ

সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): বগুড়ার কাহালুতে মানষিক ভারসাম্যহীন মাজেদা (৪০) নামের উদ্ধার হওয়া এক মহিলাকে আদালতের আদেশে গতকাল শুক্রবার রাজশাহীর বায়া মহিলা ও শিশু-কিশোর হেফাজতীদের আবাসন (সেফহোমে) পাঠিয়েছে পুলিশ। সাম্প্রতিক সময়ে ছেলেধরা গুজবের বিষয়টি মাথায় রেখে অপ্রীতিকর ঘটনা এড়াতে গত ২৭ জুলাই রাতে কাহালুর তিনদিঘী বাজার থেকে ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ। কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়া লতিফুল ইসলাম জানান, মাজেদার তথ্যমতে তার পিতা-নবির হোসেন, গ্রাম-বাঘাডোবা, উপজেলা বকশিগঞ্জ, জেলা ময়মনসিংহ। তবে এই ঠিকানায় তার স্বজনদের খুজে পাওয়া যায়নি। সেখানকার এক ইউপি মেম্বারসহ কয়েকজন লোককে থানায় ডাকা হলেও তারা মাজেদাকে চিনেনা বলে জানান। কাহালু থানার এস আই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, অনেক চেষ্টা করেও মাজেদার স্বজনকে না পেয়ে আদালতে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত কাহালু, বগুড়ার এর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম চৌধুরী মহিলাকে সেফহোমে রাখার নির্দেশ দেন। গত বৃহস্পতিবার আদালতের আদেশ পাওয়ার পর শুক্রবার সকালে মহিলা পুলিশি হেফাজতে মাজেদাকে সেফহোমে পাঠানো হয়েছে।

No comments

Leave a Reply

nineteen + fifteen =

সর্বশেষ সংবাদ