কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু পৌরসভা নির্বাচনের জন্য দাখিল করা প্রার্থীদের মনোনয়নপত্র গতকাল রবিবার যাচাই-বাছাই শেষে ক্রুটিপূর্ণ এক মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্রমতে ৯ ওয়ার্ড নিয়ে গঠিত অত্র পৌরসভা নির্বাচনের জন্য মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২০জন মনোনয়নপত্র দাখিল করে। মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে ২ মেয়র প্রার্থীসহ মোট ৪১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। সতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে দাখিল করা মোঃ ফেরদাউস আলম ১০০ ভোটারের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেন উপজেলা রিটার্ণিং অফিসার। বর্তমানে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোঃ আব্দুল মান্নান (ভাটা)সহ মোট ৪১ জনের প্রার্থীতা বৈধ রয়েছে। সুত্রমতে প্রার্থীতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি ও নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। পৌরসভায় মোট ভোটার সংখ্য ১১ হাজার ১৪০ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৩৯৬ জন ও মহিলা ভোটার ৫৭৪৪ জন
Leave a Reply