সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): এস এস সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় কাহালু উপজেলা থেকে মোট ১৫৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সংশ্লিষ্ট সুত্রমতে কাহালু উপজেলার ২৮ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ১৪৭৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। এদের মধ্যে ১৩৮০ জন কৃতকার্য হয়েছে এবং ৯৭ জন অকৃতকার্য হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে মোট ১৪৪ জন। মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অত্র উপজেলার ২৮ টি মাদ্রাসা থেকে মোট ৯৫২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৮৩৪ জন কৃতকার্য ও ১১৮ জন অকৃতকার্য হয়েছে। মাদ্রাসা গুলো থেকে মাত্র ৬ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অত্র উপজেলার ১৬২ জন ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১১৭ জন কৃতকার্য হয়েছে এবং ৪৫ জন অকৃতকার্য হয়েছে। ভোকেশনাল পরীক্ষায় অত্র উপজেলার ৪ জন জিপিএ-৫ পেয়েছে।
Leave a Reply