মুনসুর রহমান তানসেন,কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল শুক্রবার দুপুরে কাহালু উপজেলার বান্দাইখাড়া গ্রামে নিজ বাড়ির দুতালার উপর গলায় রশি দিয়ে আয়শা আকতার (২০) নামের এক কলেজ ছাত্রী আত্নহত্যা করেছে। আয়শা উল্লেখিত গ্রামের আবু জাফরের কন্যা। সে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের আনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। কাহালু থানার এস আই ডেভিড হিমাদ্রী বর্মা জনান, প্রাথমিকভাবে জানা গেছে পিতা-মাতার উপর অভিমান করে আয়শা আত্নহত্যা করেছে।
Leave a Reply