Menu

কাহালুতে চুরি হওয়া কম্পিউটারসহ গ্রেফতার-১

সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): সম্প্রতি গভীর রাতে কাহালু উপজেলার বাঁকাদিঘী হাটের ফারুকের দোকান থেকে কম্পিটার সেট চুরি হয়। গতকাল মঙ্গলবার ভোরে পুলিশ বাগইল গ্রামের একটি বাড়ি থেকে ঐ কম্পিটার সেটসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি বাগইল গ্রামের রুহুল আমিনের পুত্র চঞ্চল (২৪)। কাহালু থানার এস আই দুলাল হোসেন জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে।

No comments

Leave a Reply

16 − seven =

সর্বশেষ সংবাদ