সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): মঙ্গলবার কাহালু পল্লী উন্নয়ন ভবনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে আগামী ১৯ জানুয়ারি জাতীয় ভিটামিন -এ- প্লাস কাম্পেইন এর জন্য অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহুয়া শারমিন ফাতেমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ শুভরাজ আল কোরাইশি, ডাঃ হাবিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশিম কাহালু প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনসুর রহমান তানসেন। সভা পরিচালনা করেন কাহালু হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক মোঃ ইছাহাক আলী। উল্লেখ্য যে, আগামী ১৯ জানুয়ারি কাহালু উপজেলার প্রতি ওয়ার্ডে ৮ টি করে ক্যাম্প করে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এবার উপজেলার মোট ২৫ হাজার ২৭৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট রয়েছে।
Leave a Reply