Menu

কাহালুতে জায়গা সংক্রান্ত বিবাদে বসত বাড়ি ভাংচুর

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু উপজেলার বাথই পশ্চিমপাড়ায় জায়গা সংক্রান্ত বিবাদে এক বাড়িতে দু-দফা ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটে।

গত মঙ্গলবার সন্ধ্যায় ও গতকাল শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। বসত বাড়িতে ভাংচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ইউসুফ আলী জানান, গত মঙ্গলবার আমরা বাড়িতে না থাকার সুযোগে আমরা ভাই ইউনুছ ও ভাবী মরিয়ম আমাদের রান্নাঘর ভেঙ্গে দেয়। এসময় আমার ছেলে বউ শিশু সন্তানকে নিয়ে ভয়ে অন্য বাড়িতে আশ্রয় নেয়।

বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানোর পর তারা ক্ষিপ্ত হয়ে আবারও বাড়িতে ভাংচুর করে এবং আমার স্ত্রী ও ছেলে বউকে মারপিট করে।

এব্যাপারে ইউনুছ ও তার স্ত্রী জানান, দু সীমানার উপর তাদের মাটির ঘর ভেঙ্গে ফেলায় আমার বাড়ি অরক্ষিত হয়ে পড়ে। এছাড়া ইউসুফের বাড়ির সামনে আমার জায়গা থেকে তাদের টিন সরানো হয়েছে মাত্র।

No comments

Leave a Reply

fourteen + 14 =

সর্বশেষ সংবাদ