সোনাতলা সংবাদ ডটকম (মুনসুর রহমান তানসেন, কাহালু): শনিবার কাহালু উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্ম বার্ষিকী ও স্বেচ্ছা সেবকলীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সজীব ওয়াজেদ জয়ের জন্ম বার্ষিকী ও স্বেচ্ছা সেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য কেক কর্তন করা হয়। কেক কর্তনের পূর্বে একটি র্যালী বের করা হয়। র্যালীশেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক সাইফুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ। এছাড়াও আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। অন্যান্যদের মধ্যে উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply