Menu

কাহালুতে দুদিনে করােনায় তিনজনের মৃত্যু

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু উপজেলায় গত দুদিনে করােনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। নিয়মিত স্বাস্থ্য বিভাগের বিফিং এ গত ২০ ও ২১ জুলাইয়ের ২৪ ঘন্টার ফলাফলে এই তথ্য জানানাে হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন চাঁনমিয়া (৭৫), খলিলুর রহমান (২৩) ও মর্জিনা (৭৩)। এদিকে গত ১৯ জুলাই ২৪ ঘন্টার ফলাফলে একদিনে এখানে সর্বােচ্চ ১৪ জন করােনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে ঈদের আগের দিন থেকে করােনা পরীক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এখানে কেউ নমুনা দিতে আসেনি। নমুনা পরীক্ষা না থাকায় করােনায় আক্তান্ত হওয়ার খবরও পাওয়া যায়নি

No comments

Leave a Reply

18 − 3 =

সর্বশেষ সংবাদ