সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): মঙ্গলবার কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাছুদুর রহমানের নেতৃত্বে উপজেলার নারহট্ট ও বিবিরপুকুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চলে।
অভিযানে নারহট্ট ডিকে অটোরাইস মিলে সরকারি নির্দেশনা না মেনে নি¤œমানের বস্তায় চাল রাখার দায়ে ওই মিল মালিকের ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে বিবিরপুকুর বাজারের ইমরান হোসেন, আঃ মান্নান ও ফজলার রহমানের মুদি দোকানে মুল্য তালিকা না থাকায় ওই তিন ব্যবসায়ীর তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন বগুড়া পাট উন্নয়ন অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ হালিম, কাহালু থানার এস আই মুকুল চন্দ্রসহ কাহালু থানা পুলিশ।
Leave a Reply