Menu

কাহালুতে পুকুরের পানিতে বিদ্যুৎ স্পৃষ্টে জেলের মৃত্যু

সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): বুধবার সকাল ১০ টায় কাহালু উপজেলার বাগইল গ্রামে একটি পুকুরে রাখা মাছ চাষাবাদের জন্য পানির মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আলী মুদ্দিন (৩৫) নামের এক জেলে মারা যান। আলী মুদ্দিন বাগইল গ্রামের মৃত জসিম উদ্দিনের পুত্র। কাহালু থানার এস আই আঃ রহিম জানান, বাগইল গ্রামের মসজিদের পুকুর লীজ নিয়ে স্থানীয় মোস্তফা সেখানে মাছ চাষাবাদ করছেন। পুকুরে মাছ দেখাশুনার দায়িত্বে ছিলেন আলী মুদ্দিন। পুকুরে পানির মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে আলী মুদ্দিন এই দুর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

No comments

Leave a Reply

4 × 3 =

সর্বশেষ সংবাদ