সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): মঙ্গলবার সন্ধ্যার পরে কাহালু পৌর সদরের উলট্ট পশ্চিমপাড়া একটি পুকুর থেকে সিয়াম (৬) নামের এক শিশুপুত্রের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। সিয়াম বগুড়া সদর উপজেলার মানিকচকের সিরাজুল ইসলামের পুত্র। কাহালু থানার এস আই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, প্রায় আড়াই বছর আগে সিয়ামের মা সিরাজুলের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে উলট্ট গ্রামের মোকছেদ আলীর পুত্র আইনুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সিয়াম ঘটনার দিন দুপুরে বাড়ি থেকে নিখোজ হয়। যারফলে বিষয়টি অনেকটা রহস্যজনক হওয়ায় তার লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।
Leave a Reply