Menu

কাহালুতে পুুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): বৃহস্পতিবার দুপুরে কাহালু উপজেলা সাতরুখা গ্রামের একটি পুকুরের পানিতে ডুবে আল আমিন নামের পাঁচ বছরের এক শিশুপুত্র মারা গেছে।

 

আল আমিন উল্লেখিত গ্রামের মো মাসুমের পুত্র। জানা গেছে বাড়ির সবার অজান্তে বাড়ির বাহিরে খেলতে গিয়ে ওই শিশু পুকুরের পানিতে পড়ে গিয়ে মারা যায়।

No comments

Leave a Reply

four × four =

সর্বশেষ সংবাদ