সোনাতলা সংবাদ ডটকম (মুনসুর রহমান তানসেন, কাহালু বগুড়া): কাহালু উপজেলার মুরইলে আম গাছের সাথে গলায় রশি লাগিয়ে সুভাষ চন্দ্র (৪৫) নামের একজন ও কাহালু পৌর এলাকার সারাই লয়াপুকুর পাড়ে একই ভাবে বিজয় চন্দ্র (১৮) নামের আরেক জন আতœহত্যা করেছে।
সুভাষ চন্দ্র নীলফামারী জেলার ডিমলা উপজেলার উত্তর সুন্দরখাড়া গ্রামের আমিন চন্দ্রের পুত্র এবং বিজয় চন্দ্র পৌর সদরের সারাই গ্রামের হিরেন চন্দ্রের পুত্র।
কাহালু থানার সিনিয়ার এস আই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে দুজনেই আতœরহত্যা করেছে। তিনি আরো জানান, সুভাষ মুরইল প্রফুল কবিরাজের বাড়িতে কাজ করতো। শনিবার ভোরে তিনি সেখান থেকে বের হয়ে যায়। প্রফুল কবিরাজের বাড়ির পার্শ্ববতী এলাকায় একটি আম গাছে গলায় রশি ও গামছা লাগানো অবস্থায় সুভাষের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে পৌর সদরের সারাই লয়াপুকুর পাড়ের একটি আম গাছে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় বিজয় চন্দ্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিজয়ের পরিবার থেকে বলা হয়েছে স্ত্রীর উপর অভিমান করে গত শুক্রবার বিকেলে বিজয় বাড়ি থেকে বের হয়ে যায়।
Leave a Reply