সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি):সরাসরি প্রকৃত কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় করার জন্য গতকাল বুধবার কাহালু উপজেলা প্রশাসন, স্থানীয় পল্লী উন্নয়ন ভবনে উপজেলার তালিকা ভুক্ত সকল কৃষকের ক্রমিক নম্বর দিয়ে লটারীর আয়োজন করে। ৩১ হাজার ১৬১ কৃষকের মধ্যে লটারী করে ৯০৪ জন ভাগ্যবান কৃষকের ক্রমিক নম্বর তোলা হয়। ক্রমিক নম্বর অনুযায়ী যাদের নাম রয়েছে সেই কৃষকই শুধু খাদ্য গুদামে ধান দিতে পারবে। উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, উপজেলায় মোট ৪১ হাজার কৃষি পরিবার রয়েছে। তাদের মধ্যে ধান চাষি রয়েছে ৩১ হাজার ১৬১ জন কৃষক। যারা ধান চাষ করেছে তাদের ক্রমিক নম্বর দিয়ে লটারী করা হয়েছে। লটারীর সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ মান্নান। উপজেলা কৃষি অফিসার মোঃ আখেরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা, খাদ্য-গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান হুশিয়ারি দিয়েছেন লটারীর মাধ্যমে যাদের নাম উঠেছে তারা ছাড়া কেউ খাদ্য গুদামে ধান দিতে গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply