Menu

কাহালুতে প্রতিবন্ধীদের মাঝে ভূমিহীন শ্রমজীবি সংস্থার ঈদ সামগ্রী প্রদান

সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): বুধবার কাহালুর বিবিরপুকুর ভূমিহীন শ্রমজীবি সংস্থার পক্ষ থেকে ৩০ জন দুঃস্ত ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করেন সংস্থাটির নির্বাহী পরিচালক আঃ মান্নান। এসময় উপসিাথত ছিলেন সংস্থাটির সভাপতি আঃ কুদ্দুস, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ॥ঃ মোমনি মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।

No comments

Leave a Reply

five − 2 =

সর্বশেষ সংবাদ