সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): বুধবার কাহালুর বিবিরপুকুর ভূমিহীন শ্রমজীবি সংস্থার পক্ষ থেকে ৩০ জন দুঃস্ত ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করেন সংস্থাটির নির্বাহী পরিচালক আঃ মান্নান। এসময় উপসিাথত ছিলেন সংস্থাটির সভাপতি আঃ কুদ্দুস, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ॥ঃ মোমনি মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।
Leave a Reply