Menu

কাহালুতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান

সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): বর্ষবরণসহ বাঙ্গালীর হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি বিদ্বেষী এক শ্রেণীর মানুষ আছেন তারা আমাদের মাতৃভূমি বাংলাদেশেই বাস করেন। তারপরেও তারা বাঙ্গালী বিভিন্ন উৎসব পালনে অপবাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে অপপ্রচারও চালিয়েছেন। বাঙ্গালীর সংস্কৃতি বিদ্বেষীদের অপবাখ্যায় সারাদেশের ন্যায় বগুড়ার কাহালু উপজেলাতে আমাদের প্রাণের বর্ষবরণ উৎসবের নুন্যতম সমস্যার সৃষ্টি করতে পারনি। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রায় ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই শুর হয় নারী-পুরুষসহ সব বয়সের মানুষের বাঁধভাঙ্গা জোয়ার। রবিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসনের মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহন করেন হাজারো মানুষ। মঙ্গল শোভাযাত্রার পর উপজেলা ক্যাম্পাসে পান্তাভাতের উৎসবে প্রায় ৩ হাজার মানুষকে অপ্যায়ন করা হয়। এরপর বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চে শুরু হয় কাহালু থিয়েটারসহ বিভিন্ন সাংস্কৃতিক সংঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশনায় বাউল গান, বাঙ্গালীর হৃদয়ে দোলা দেওয়ার মতো লোকগান ও নৃত্যানুষ্ঠান। একই মঞ্চে জাদুকরের জাদু খেলা ও সাপুড়ের সাপের খেলা দেখানো হয়। এরপর বাঙ্গালীর ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা নানান খেলাধুলা শুরু করা হয়। একে একে শুরু হয় লাটি খেলা, চাকু খেলা, পিলেট খেলা ও ঢিঁকির খেলাসহ বিভিন্ন ধরনের খেলা। বর্ষবরণ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষার্থী, বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

No comments

Leave a Reply

13 − four =

সর্বশেষ সংবাদ