Menu

কাহালুতে বাসের ধাক্কায় স্কুল শিক্ষক নিহতঃ বাসসহ চালক আটক

সোনাতলা সংবাদ ডটকম (মুনসুর রহমান তানসেন, কাহালু বগুড়া): শনিবার বেলা ১১টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার বিবিরপুকুর রহিম ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বিনোদ-কল্যানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আঃ রহমান আবুল (৪৯) নিহত হয়েছেন।

এঘটনায় পুলিশ ঘাতক বাসটিসহ ওই বাসের চালক বজলুর রহমান (৪২) কে আটক করেছে। নিহত শিক্ষক আঃ রহমান উপজেলার পাইকড় মুন্সীপাড়ার আবুল কাশেমের পুত্র এবং আটক চালক বগুড়া সদর উপজেলার ছোট কুমিড়ার মৃত খালেকের পুত্র।

কাহালু থানার এস আই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, শিক্ষক আঃ রহমান নিজ বাড়ি থেকে মটরসাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিলেন। এসময় পিছন থেকে নওগাঁগামী সিলেট-ব-৪৪৪৪ নং বাস মটরসাইকেলে ধাক্কা দিলে ছিটকে বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি আরো জানান, এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

No comments

Leave a Reply

five − five =

সর্বশেষ সংবাদ