Menu

কাহালুতে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার পোনা মাছ নিধন

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার কোন এক সময় কাহালু উপজেলার মাগুড়ায় ১২ বিঘা জলাশ্বয়ে শুক্রুতা মূলক প্রয়োগে কে বা কারা

বিষ প্রয়োগে প্রায় ২০ লাখ টাকার পোনা মাছ নিধন করেছে। জানা গেছ কাহালুর পাল্লাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র মাছচাষি মোঃ জামিল এই পুকুরে মাছ চাষাবাদ করেন।

জামিল জানান, তার এই বিষ প্রয়োগে পোনা মাছ নিধন করায় প্রায় ২০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। কাহালু থানার এস আই হাফিজ জানান, এঘটনার অভিযোগ পাওয়ার পর পরই আমরা তদন্ত শুরু করেছি।

No comments

Leave a Reply

20 − seventeen =

সর্বশেষ সংবাদ