Menu

কাহালুতে বৃষ্টি উপেক্ষা করে বস্ত্র বিতানগুলোতে ঈদের কেনাকাটায় মানুষে ভীর

সোনাতলা সংবাদ ডটকম (মুনসুর রহমান তানসেন, কাহালু প্রতিনিধি): কাহালুতে বৃষ্টি উপেক্ষা করে কঠোর পরিশ্রমী আল সরদারের মাহিবী বস্ত্র বিতানে ঈদের কেনাকাটার জন্য বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ভীর। গতকাল রবিবার দিনভরই কাহালুতে ছিলো বৈরী আবহাওয়া। দিনভর বৃষ্টিপাতের ফলে উপজেলার রাস্তা-ঘাট ও হাট-বাজার গুলো কাদা-পানিতে থৈ থৈ অবস্থা। যারফলে উপজেলা সদরের বিভিন্ন মার্কেট ও দোকানপাটে ঈদের কেনাকাটার জন্য নেই তেমন ক্রেতা বা গ্রাহক। বৃষ্টি-বাদলের ফলে উপজেলা সদরের ব্যবসা প্রতিষ্ঠানে তেমন ভীড় না থাকলে উপজেলা সদরের সবচেয়ে বড় কাপড়-চোপড়ের দোকান মাহিবী বস্ত্র বিতানে লক্ষ করা গেছে অন্য চিত্র। সেখানে ঈদের শেষ মুহুর্তের কেনাকাটার জন্য বিভিন্ন বয়সী নারী-পুরুষ পছন্দ মতো কাপড়-চোপড় কিনতে ছুটে আসছে। ক্রেতাদের কাছ থেকে তথ্য নিয়ে জানা গেছে, ঈদ ও বিভিন্ন উৎসবে এই ব্যবসা প্রতিষ্ঠানে সব সময় ক্রেতার সমাগম ঘটে। কারন হিসেবে তারা উল্লেখ করেছেন এখানে ধনী-গরীবসহ সকল শ্রেণীপেশার মানুষ যাতে তাদের সাধ্যমতো টাকা-পয়সায় কাপড়-চোপড় কিনতে পারে সেই ব্যবস্থা এখানে রয়েছে। এখানকার মতো ক্রেতাদের সুযোগ-সুবিধাও নেই অন্য কোনো দোকানে। লক্ষ করা গেছে এখানে প্রায় ১৪/১৫ জন সেলসম্যান রয়েছে। ক্রেতাদের পছন্দ মতো কাপড়-চোপড় দেখাতে তাদের মধ্যে নেই কোনো বিরক্তভাব । সেলসম্যানদের ব্যবহারেও সন্তোষ্ট ক্রেতারা। বিভিন্ন সুযোগ-সুবিধা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিতদের ব্যবহারে ক্রেতারা মুগ্ধ হয়ে কিনছেন তাদের পছন্দ মতো কাপড়-চোপড়। ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিতরা জানান, এবছর গরীবদের মাঝে বিতরনের জন্য সবচেয়ে বেশী বিক্রি হয়েছে শাড়ী ও লুঙ্গি। এছাড়া শামু শিল্ক, কাতানসহ বিভিন্ন প্রকারের দামী শাড়ীও ভালো বিক্রি হচ্ছে। শিল্ক পাঞ্জাবীসহ বিভিন্ন ধরনের পাঞ্জাবী, টাউজার বিক্রির পাশাপাশি মেয়েদের লেহেঙ্গাসহ বিভিন্ন ডিজাউনের কাপড়-চোপড় বিক্রি এবার অনেক ভালো হয়েছে। জানা গেছে এই ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলা সরদার এক সময় এখানে শুধু মানুষের কাপড়-চোপড় সেলাই করতেন। তিনি কঠোর পরিশ্রম করে সততার মাধ্যমে তিল তিল করে কাহালু উপজেলার মধ্যে একটি সেরা কাপড়-চোপড়ের দোকান প্রতিষ্ঠা করেছেন। তাকে সহযোগীতা করেছেন তার দু-ছেলে বটম ও এনামুল। কঠোর পরিশ্রম ও সততা মানুষকে অনেক ভালো অবস্থা পৌছে দেয় তার জলন্ত উদাহরন এই ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলা সরদার।

No comments

Leave a Reply

one × two =

সর্বশেষ সংবাদ