কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালুর দরগাহাট বগুড়া ভান্ডার জুটমিলের কাছে নির্মাণাধীন ব্রীজের গ্রাডারে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসর ধাকা দুমড়ে মুচড়ে একজন মারা গেছেন এবং আহত হয়েছেন প্রায় ১০ জন। গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। কাহালু থানার এস আই মুকুল চন্দ্র জানান, বগুড়া থেকে ফুলদিঘীগামী সাকিব পরিবহন যাত্রীবাহী দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বানিয়াচাপর গ্রামের আফজাল হোসেনের স্ত্রী ফাহিমা বেগম (৪০)। এছাড়াও ওই বাসে থাকা আহত হওয়া প্রায় ১০ জন যাত্রীকে স্থানীয় জনতা উদ্ধোর করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।
Leave a Reply