Menu

কাহালুতে মজলিশ খেতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত- ১, আহত- ১২

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে এক বন্ধুর পিতার মজলিশ খাওয়ার উদ্দেশে কাহালু পৌর সদরের পালপাড়া ও জামতলার ১২ বন্ধু মিলে বাড়ি থেকে বের হন। গতকাল শুক্রবার বেলা ১২ টার দিকে কাহালু-দরগাহাট সড়কে হাসান জুটমিলের কাছে তাদের বহন করা ভটভটি উল্টে গেলে সবাই আহত হন। গুরুত্বর আহত তিনজনকে বগুড়া মেডিক্যালে নিয়ে গেলে তাদের মধ্যে দুজনকে ভর্তি করে নেন এবং একজনকে মৃত ঘোষনা করা হয়। মৃত বন্ধু জামতলার মাংশ ব্যবসায়ী আক্তারের ছেলে মোঃ জুয়েল (১৯)। এছাড়াও বাকীঁ ৯ বন্ধুর মধ্যে তিনজনকে কাহালু হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কাহালু থানার এস আই নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন ওই ভটভটিতে যারা ছিলো তাদের সবার বয়স হবে ১৮ থেকে ২২ বছর।

No comments

Leave a Reply

seven + nineteen =

সর্বশেষ সংবাদ