সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): বৃহস্পতিবার সন্ধায় মটরসাইকেল যোগে পোস্টাল লাগাতে গিয়ে তাল গাছের সাথে ধাক্কা লেগে চালকসহ দুজন নিহত হন ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার লোকনাথপাড়ার মৃত ছামছুল হক খান পোকোর ছেলে কাইমুল ইসলাম খান সুজা (৩০) ও মৃত সাবির উদ্দিন খানের পুত্র ফজলুল হক খান লেবু (৬৮)। অপরদিকে আহত ব্যক্তি একই গ্রামের ইচাহাকের পুত্র বাখের মুন্সী (২২)। কাহালু থানার এস আই আঃ রহিম জানান, নিহত ও আহত ব্যক্তিরা সম্ভাব্য এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর পোস্টাল লাগাতে গিয়ে এই দুঘটনার কবলে পড়েন।
Leave a Reply