Menu

কাহালুতে রাতের আধারে ২৫০ টি গাছ কর্তন

সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): সম্প্রতি কাহালু উপজেলার আখেরশাল গ্রামের মনোনয়ার হোসেন মানিকের জমিতে লাগানো বিভিন্ন জাতের ২৫০ টি গাছ গত বুধবার রাতে কে/বা কারা কর্তন করে বড় ধরনের ক্ষতি সাধন করে। জানা গেছে সেখানে গাছ কর্তন করা হয়েছে ঐ জমি নিয়ে জনৈক খলিলের সাথে মনোনয়ার হোসেন মানিকের বিরোধ চলছে। এঘটনায় ক্ষতিগ্রস্ত মানিক গতকাল বৃহস্পতিবার কাহালু থানায় একটি অভিযোগ করেছে। কাহালু থানা পুলিশ জানায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা গাছ গুলো কর্তন করেছে তা সনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।

No comments

Leave a Reply

one × 5 =

সর্বশেষ সংবাদ