Menu

কাহালুতে লাখো শহীদ স্মরণে লাখো প্রদ্বীপ জ্বালো কর্মসূচী পালিত

সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): সোমবার সন্ধ্যে ৭ টা ১ মিনিটে বগুড়া জেলা সদরসহ বগুড়ার সকল উপজেলার ন্যায় এই প্রথম কাহালু সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পালিত হলো লাখো শহীদ স্মরণে লাখো প্রদ্বীপ জ্বালো কর্মসূচী। এই কর্মসূচী আয়োজন করেছে বগুড়া জেলা পুলিশ, জেলা-উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বিভিন্ন পেশাজীবি ও শ্রমজীবি মানুষ। এখানে এই কর্মসূচী পালনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলো কাহালু থানা পুলিশ। ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে প্রথম সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান এবং মুক্তিযুদ্ধে শহীদদের আতœত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধায় মূলত এই কর্মসূচী পালন করা হয়েছে। এই কর্মসূচীতে অংশ নেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত ররমান, কাহালু পৌর মেয়র আলহজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত কবির, কাহালু সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল ওয়াহাব, কাহালু সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ, এম, এ ছালাম, কাহালু সিদ্দিকিয়া সিনিয়ার মাদ্রাসার অধ্যক্ষ এ, বি, এম হাফিজুর রহমানসহ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাহালু উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও সকল শ্রেণীপেশার মানুষ অংশ গ্রহন করেন। কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত কবির জানান, এই কর্মসূচীর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভুমিকা ও লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ সেটা সকলকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আমাদের এই কর্মসূচী পালন করা হলো।

No comments

Leave a Reply

nine − 7 =

সর্বশেষ সংবাদ