Menu

কাহালুতে সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডের ১ আসামী গ্রেফতার

সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): বগুড়া ১ম দায়রা জজ আদালতে ২ বছরের সাজাপ্রাপ্ত ও ৭ লাখ ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী সাইফুল ইসলাম (৪৯) কে গত শনিবার সন্ধ্যায় গ্রেফতার করে কাহালু থানা পুলিশ। এ এস আই মোজাম্মেল জানান, প্রায় ২ মাস আগে আদালতে সাইফুলের সাজা ও অর্থদন্ড হয়। সাইফুল বীরকেদার গ্রামের আঃ সামাদের পুত্র।

No comments

Leave a Reply

thirteen − 2 =

সর্বশেষ সংবাদ