Menu

কাহালুতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): অর্থঋন আদালতের মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আঃ লতিফ (৫০) কে গতকাল রবিবার ভোরে গ্রেফতার করে কাহালু থানা পুলিশ। লতিফ উপজেলার পাইকড় পাঞ্জাপাড়ার মৃত অনুমদ্দিনের পুত্র। কাহালু থানার এ এস আই মোজাম্মেল জানান, অর্থঋন আদালতে প্রায় ১ বছর আগে লতিফের সাজা হয়। সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিলো।

No comments

Leave a Reply

2 × five =

সর্বশেষ সংবাদ