কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক মাকছুদুর রহমান মাসুদ (৫৩) গুরুত্বরভাবে আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে কাহালু থেকে মোটরসাইকেলে চড়ে বগুড়া যাওয়ার পথে উপজেলার বাখরা বড়িতলায় দুটি সিএনজির মাঝে পড়ে প্রাণে রক্ষা পেলেও তিনি ডান পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
জানা গেছে কাহালু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ক্লিনিকে ভর্তি করা হবে। সড়ক দুর্ঘটনায় তিনি আহত হওয়ায় কাহালু প্রেসক্লাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও কাহালু সরকারি কলেজের সহকর্মীরা সাংবাদিক মাকছুদুর রহমানের সুস্থতা কামনা করেছেন।
Leave a Reply