Menu

কাহালুতে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত মহিলার মৃত্যু

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বুধবার ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার নারহট্ট ভেঁপড়ায় যানবাহনের চাকায় পিষে গেছে অজ্ঞাত এক মহিলা।

কাহালু থানার এস আই মুকুল চন্দ্র জানান, সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ওই মহিলার দু-পা, মাথার চুল, শরীরের কিছু অংশ ও ছেঁড়া ছালোয়ার কামিজ উদ্ধার করা হয়েছে।

তার শরীরের বাঁকী অংশ মহাসড়কে চলাচল করা যানবাহনের চাকায় পিষে গেছে। তার শরীরের যেটুকু অংশ পাওয়া গেছে তা ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

No comments

Leave a Reply

5 + nineteen =

সর্বশেষ সংবাদ