Menu

কাহালুতে সড়ক বন্ধ করে ওয়ালটনের প্রচারঃ জণগনের দূর্ভোগ

সোনাতলা সংবাদ ডটকম (মুনসুর রহমান তানসেন, কাহালু প্রতিনিধি): কাহালু স্টেশন রোডে অবস্থিত মের্সার্স কবির ট্রেডার্স এর লোকজন সীমাহীন জনদুর্ভোগ সৃষ্টি করে ওয়ালটন সামগ্রীর কাম্পেইন ও প্রচার চালিয়েছে। স্থানীয় ব্যবাসায়ী ও দুর্ভোগে পড়া মানুষজন জানান, সকাল ৯ থেকে বেলা পোনে ১১টা পর্যন্ত স্টেশন রোডের মেসার্স কবির ট্রেডার্সের সামনে ওয়ালটনের প্রচারে আনন্দ র‌্যালীর জন্য আসা লোকজনের ভীরে যানজটের সৃষ্টি হয়। ওয়ালটনের আনন্দ র‌্যালীর লোকজনের ভীরে পথচারীরা পর্যন্ত সীমাহীন দুর্ভোগে পড়েন। বিঘœ সৃষ্টি হয় যানবাহন চলাচলে। কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ও কাহালু সরকারি কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, মশক নিধনের কথা বলে তাদেরকে এই র‌্যালীতে আনা হয়েছে । কাহালু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক সামসুজ্জোহা খান রাবু ও সিদ্দিক জানান, ওয়ালটনের প্রচারের জন্য স্কুল চলাকালীন সময় শিক্ষার্থীদের দিয়ে এই র‌্যালী করা বড় ধরনের অন্যায় কাজ। জানা গেছে মেসার্স কবির ট্রেডার্স নামের ওয়ালটনের এই শোরুমটি সাবেক ইসলামী ছাত্রশিবির নেতা মোঃ সাগরের। আওয়ামীলীগের একাধিক নেতা জানান, যুদ্ধাপরাধীর বিচার ঠেকাতে ও সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলো এই সাগর। কাহালু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ, এম, এ ছালাম জানান, আমার অগোচরে মশক নিধনের কথা বলে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে যায় ওয়ালটনের আনন্দ র‌্যালীতে। কাহালু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ ওয়াহাব জানান, আমাদের কলেজের পক্ষ থেকে ওয়ালটনের র‌্যালীতে কোনো শিক্ষার্থীকে পাঠানো হয়নি। কেউ সেখানে গেলে ব্যক্তিগতভাবে গেছে। কবির ট্রেডার্সের মালিক ও সাবেক ছাত্রশিবির নেতা মোঃ সাগর জানান, স্কুল কলেজ থেকে কাউকে আনা হয়নি। মাইকিং করা হয়েছিলো সেই মাইকিং শুনে অনেকে আনন্দ র‌্যালীতে এসেছে। ওয়ালটনের আনন্দ র‌্যালীতে ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানার এস আই ডেভিড হিমাদ্রী বর্মা, কবির ট্রেডার্সের মালিক ও সাবেক ছাত্রশিবির নেতা সাগরসহ স্কুল কলেজের শিক্ষার্থী ও ওয়ালটনের প্রচারে আসা প্রতিনিধি বৃন্দ। ওয়ালটনের আনন্দ র‌্যালীর সময় জনদুর্ভোগের বিষয়ে কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়া লতিফুল ইসলাম জানান, সেখানে পুলিশ ছিলো তেমন কোনো সমস্যা হয়নি। তবে যেকোনো সোভাযাত্রার সময় একটু সমস্যা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান, স্কুল কলেজের শিক্ষার্থীদের একটি কোম্পানীর প্রচারে নামানো ঠিক হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান জানান, বিষয়টি আমি জানিনা। তবে স্কুল কলেজের শিক্ষার্থীদের দিয়ে কোম্পানীর প্রচারে র‌্যালী করলে সেটা অন্যায় করেছে।

No comments

Leave a Reply

sixteen − 5 =

সর্বশেষ সংবাদ