সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): ১১ টি মাদক মামলার আসামী কাহালু উপজেলার দরগাহাটের আঃ সামাদের পুত্র আলামীন ফকির (৩৩) গত রবিবার রাতে ২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আবারো ধরা পড়লো পুলিশের জালে। কাহালু থানার এস আই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, কাহালু, দুপচাঁচিয়াসহ বিভিন্ন থানায় মোট ১১ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে আলামীনের বিরুদ্ধে।
Leave a Reply