সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): সোমবার রাতে ৪৫ পুড়িয়া গাজাসহ বিকাশ চন্দ্র (২৮) নামের একজনকে গ্রেফতার করে কাহালু থানা পুলিশ। বিকাশ উপজেলার কল্যানপুরের বঙ্কেশ্বর মালীর পুত্র। পুলিশ জানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): সোমবার রাতে ৪৫ পুড়িয়া গাজাসহ বিকাশ চন্দ্র (২৮) নামের একজনকে গ্রেফতার করে কাহালু থানা পুলিশ। বিকাশ উপজেলার কল্যানপুরের বঙ্কেশ্বর মালীর পুত্র। পুলিশ জানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আল মামুন
বার্তা সম্পাদকঃ পাভেল মিয়া।
মোবাইল নং- ০১৭৫৭-৫৩১২৩৫
প্রধান কার্যালয়ঃ মধ্য দিঘলকান্দী মাদ্রাসা মোড়, সোনাতলা, বগুড়া।
ই-মেইলঃ sonatalasangbad@gmail.com
মোবাইলঃ 01712-076601
উপদেষ্টামন্ডলীঃ
*** এ্যাড. মিনহাদুজ্জামান লীটন (আইনজীবি, বাংলাদেশ সূপ্রীম কোর্ট) মোবাঃ ০১৭৭০-৩৭২১৬৮
*** জুলফিকার রহমান শান্ত (চেয়ারম্যান, পাকুল্লা ইউনিয়ন পরিষদ) মোবাঃ ০১৭১২-২৭২৬৪১
*** সাইফুল ইসলাম (চেয়ারম্যান, টিজিএসএস বগুড়া) মোবাঃ ০১৭৫৮-৭৪২৮৪৫
*** নিপুন আনোয়ার কাজল (কাউন্সিলর, সোনাতলা পৌরসভা) মোবাঃ ০১৭১৩-৭১১৯২৯
Leave a Reply