Menu

কাহালুর আওয়ামীলীগ নেতা এ্যাডঃ সবুজের ইন্তেকালঃ শোক প্রকাশ

সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): কাহালু উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট আইনজীবি এ্যাডঃ সিরাজুল মাহবুব সবুজ (৬১) ব্রেন স্টোকে মারা গেলেন ইন্না…………রাজেউন। সবুজ কাহালু উপজেলার কাশ্মিমালা গ্রামের আজিমুশ্মানের পুত্র। জানা গেছে গত রবিবার বেলা সাড়ে ১১ টায় সবুজের ব্রেন স্টোক হলে তাকে বগুড়া মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল পোনে ১০ টায় তিনি মারা যান। এ্যাডঃ সবুজ এক সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতিসহ দলীয় বিভিন্ন পদে ছিলেন। এছাড়াও তিনি একজন আইনজীবি হিসেবে আওয়ামী আইনজীবি পরিষদের নেতা, এপিপিসহ পেশাজীবি সংগঠনের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি পরিবার পরিজন নিয়ে বগুড়া শহরে স্থায়ীভাবে বসবাস করলেও নিজ উপজেলায় স্থানীয় রাজনীতিতে তার ভালো ভূমিকা ছিলো। জানা গেছে গতকাল বাদ আছর তার প্রথম জানাযা নামাজ বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। তার পারিবারিক সুত্রে জানা গেছে আলতাফুন্নেছা লোর মাঠ থেকে তার লাশ গ্রামের বাড়ি কাহালু উপজেলার কাশ্মিমালা গ্রামে নেওয়া হবে। সেখানে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। এদিকে সবুজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ডাঃ আব্দুল হাকিমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

No comments

Leave a Reply

sixteen − six =

সর্বশেষ সংবাদ