সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): নবাগত কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমানের পরিচিতি ও মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার উপজেলা পল্লী উন্নয়ন ভবন সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। পরিচিতি সভায় সমাপনী বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহুয়া শারমিন ফাতেমা, কাহালু থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ আখেরুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আঃ রশিদ লালু, রওশন আরা বেগম, কাহালু প্রেসক্লাবের সভাপতি আঃ ছালেক তোতা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক মাকসুদুর রহমান, কাহালু থিয়েটারের মুনসুর রহমান তানসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।
Leave a Reply