সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): কাহালু উপজেলার উত্তর-পশ্চিম সিমান্ত দিয়ে বয়ে যাওয়া নাগর নদীর আশে-পাশের এলাকা এখন অপরাধীদের আখরায় পরিনত হয়েছে। কতিপয় ব্যক্তি নাগর নদীর বিভিন্ন পয়েন্টে শ্যালো মেশিন বসিয়ে অভৈধভাবে উত্তোলন করছে বালু। নদী থেকে ট্রাকে ট্রাকে কেটে নিয়ে যাচ্ছে মাটি। কাহালু উপজেলার ভুগইল কালিতলা থেকে শুরু করে পিপড়াঁ পর্যন্ত কমপক্ষে ৩০ টি পয়েন্ট থেকে প্রতিদিনই বালু উত্তোলন ও মাটিকাটা হচ্ছে। এছাড়াও নদীর পাড়ের ধারে প্রভাব খাটিয়ে ফসলী জমি ক্রয় করে সেখান থেকে মাটি কেটে স্থানীয় ইটভাটা গুলোতে নিয়ে যাচ্ছে। এমনভাবে মাটি কাটা হচ্ছে তাতে সাধারন মানুষের ফসলী জমির ক্ষতি হচ্ছে। যারা মাটি কাটছে ও বালু উত্তোলন করছে তাদের ভয়ে স্থানীয় লোকজনও প্রতিবাদ করার সাহস পায়না। এব্যাপারে বিভিন্ন দপ্তরে মাঝে-মধ্যে অভিযোগ হলেও বালু-মাটি দস্যুদের বিরুদ্ধে বড় ধরনের এ্যাকশান না হওয়ায় সাধারন মানুষ অনেকটা চিন্তিত। এদিকে নাগর নদীর পাড় এলাকায় জুয়ারু ও মাদক সেবীদের আড্ডা বসে। শেখাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক আবু বক্কর সিদ্দিক সহ একাধিক সচেতন মানুষ জানান, নাগর নদী এলাকার বালু-মাটি দস্যু ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কঠোরভাবে আইনগত প্রদক্ষেপ না নিলে নদীর আশে-পাশের এলাকার বসত বাড়ি ও ফসলী জমির বড় ধরনের ক্ষতি হবে। আর উল্লেখিত অপরাধীদের দাপটের কাছে হেরে যাবে ঐ এলাকার সহজ-সরল সাধারন মানুষ।
Leave a Reply