সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): নানা নাটকীয়তার পর গত বৃহস্পতিবার কাহালু উপজেলা সমাজ অফিসে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের দিনক্ষন ঠিক হয়। জানা গেছে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হওয়ার জন্য নারহট্ট ইউপি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল ও একই ইউনিয়নের মেম্বার হবিবর রহমান আগ্রহী ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, দুইজনের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় উপজেলা সমাজ সেবা অফিসে নির্বাচন করার প্রস্ততি নেওয়া হয়। এই ছোট নির্বাচনকে কেন্দ্র করে সেখানে পুলিশও রাখা হয়েছিলো। এই নির্বাচনে সভাপতি প্রার্থী ছিলেন নারহট্ট ইউপি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল ও একই ইউনিয়নের মেম্বার হবিবর রহমান। পরে রুহুল আমিন তালুকদার বেলাল সমাজ সেবা অফিসারকে জানান, মেম্বার হবিবর রহমানের সাথে তিনি ভোট করবেন-না বলে তার সমর্থককে নিয়ে চলে যান। তিনি নির্বাচন না করায় হবিবর রহমানকে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি করে রেজুলেশন করা হয়।
Leave a Reply