সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): মঙ্গলবার কাহালুর পাঁচপীর মাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন এবং দুর্নীতি বিরোধী রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান খান বদের। অনুষ্ঠানের উদ্বোধন ছিলেন বগুড়া জেলা দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ।
বিশেষ অতিথি ছিলেন কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়া লতিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক মাকসুদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ হান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। এই অনুষ্ঠানের পূর্বে দুদকের উপ-পরিচালক কাহালু সরকারি কলেজের সততা স্টোর পরিদর্শন করেন।
Leave a Reply