সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): বৃহস্পতিবার কাহালু দলিল লেখক সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, ভাইস চেয়ারম্যান আঃ রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রওশন আরা বেগম ও এম, এ, জি ওসমানী স্মৃতি প্রদক প্রাপ্ত শ্রেষ্ঠ দলিল লেখক আলহাজ্ব এস, এম শহিদুল আলম সুলতানকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাহালু পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জাহিদ হাসান, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ আব্দুল মতিন সরকার, পৌর কাউন্সিলর মোঃ গোলাম ফেরদৌস, বগুড়া জেলা দলিল লেখক সমিতির সভাপতি কমরেড হাফিজার রহমান, সাধারন সম্পাদক জাহিদুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বগুড়া ও কাহালু সাবরেজিস্ট্রি দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ, দলিল লেখক, নকল নবিশ, স্ট্যাম্প ভেন্ডার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply