Menu

কাহালু উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্ততি নিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ

সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): আজ কাহালু উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের সব ধরনের প্রস্ততি নিয়েছে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস। গত রবিবার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম ও ভোট গ্রহনে নিয়েজিত কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্ট সুত্র জানায় উপজেলা মোট ৬১ ভোটকেন্দ্রে ভোট গ্রহনের দায়িত্বে থাকবে ৬১ জন পিজাইডিং অফিসার, ৪৮৪ জন সহকারী পিজাইডিং অফিসার, ৯৬৮ জন পোলিং অফিসার। আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকবে অফিসারসহ ২০০ জন পুলিশ সদস্য, ৭৩২ জন আনসার-ভিডিপি সদস্য, এক প্লাটুন বিজিবি, র‌্যাবের টহল টিম, ৭ টি মোবাইল টিম, ২ টি স্টাইকিং ফোর্সের টিম। এছাড়াও যেকোনো নির্দেশনার জন্য থাকবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কাহালু উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ রশিদ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমান জানান, নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে আমরা সকল প্রস্ততি নিয়েছি।

No comments

Leave a Reply

1 × 4 =

সর্বশেষ সংবাদ