সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): কাহালু উপজেলার জামগ্রাম হাট-বাজারের জায়গায় অবৈধ স্টল ও দোকান ঘর উচ্ছেদের জন্য বিভিন্ন দপ্তরে একটি আবেদন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারি কমিশনার ভূমি), কাহালু থানাসহ বিভিন্ন দপ্তরে এই আবেদনটি দিয়েছেন জামগ্রাম ইউপির ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ ইলিয়াছ বাদল (উজ্জল)। আবেদনে উল্লেখ করা হয় জামগ্রাম হাটের গোহাটিসহ মেইন রাস্তার দু-পার্শ্বে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ ও স্টল বসানো হয়েছে। যারফলে রাস্তায় চলাচলে সমস্যা হচ্ছে। হাটের জায়গা সংকির্ণ হয়ে যাচ্ছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান জানান, হাটের জায়গা জেলা পরিষদের, সিদ্ধান্ত নিবে জেলা পরিষদ।
Leave a Reply