Menu

কাহালু থিয়েটারে সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবস পালিত

সোনাতলা সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি): আধুনিক বাংলা নাটকের প্রাণ পুরুষ আচার্য ড. সেলিম আল দীনের ১১ তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে গতকাল সোমবার কাহালু থিয়েটারের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিলো প্রয়াত ড. সেলিম আল দীনের প্রতিকৃর্তিত্বে পুষ্পমাল্য অর্পন, গন্থিক গণ কহে নাটক পাঠ ও মহরা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি ও গ্র“প থিয়েটার ফোরেশনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান। আলোচনায় অংশ নেয় সাবেক পৌর মেয়র ফরিদুর রহমান ফরিদ, কাহালু থিয়েটারের সাধারন সম্পাদক শাহজাত আলী বাদশা, সহ-সাধারন সম্পাদক মুনসুর রহমান তানসেনসহ থিয়েটারের নবীন-প্রবীন নাট্যকর্মি বৃন্দ।

No comments

Leave a Reply

1 × 2 =

সর্বশেষ সংবাদ