কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল রবিবার সকাল ১০ টায় কাহালু পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের বরণ ও পরাজিতদের বিদায় সংবর্ধনা দিয়েছে পৗরসভার কর্মচারী এসোসিয়েনে। পৌরসভার হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার কর্মচারী এসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব আঃ মান্নান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার সচিব কার্তিক চন্দ্র দাশ, সাবেক প্যানেল মেয়র মোফাজ্জল হোসেন, উপ-সহকারি প্রকৌশলী শরিফুল ইসলাম, একলাস হোসেন পৌর কাউন্সিলর নজরুল ইসলাম সাইফুল, পৌর কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন ফকরুল ইসলাম, হারুনুর রশিদ, সফিকামাল প্রমুখ। উল্লেখ্য যে, এই অনুষ্ঠানে সাবেক দুজন কাউন্সিলর বাদে সাবেক মেয়র ও সাবেক অধিকাংশ কাউন্সিলরই আসেনি।
Leave a Reply