Menu

গাবতলীতে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের নিকট আর্থিক অনুদান প্রদান

সোনাতলা সংবাদ ডটকম (সাব্বির হাসান, গাবতলী বগুড়া): বগুড়ার গাবতলী পৌরসভাধীন ১নং ওয়ার্ডের জয়ভোগা সাইরপাড়া গ্রামের মৃত অমিও কুমার সরকারের ছেলে ওমরেশ কুমার সরকারের বাড়ীঘর ও আসবাবপত্র আগুনে পুড়ে ভষ্মিভূত হওয়ায় গতকাল বৃহস্পতিবার ক্ষতিগ্রস্থ বাড়ী পরিদর্শন করে পরিবারের নিকট আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোমিনুল হক শিলু।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের এমপি প্রতিনিধি যুবলীগ নেতা জাফরু পাইকার, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুন নবী অটল,

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোহানুল খাওলা রোহন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ফাইন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমরুল কায়েশ স্বাধীন, বেলাল, উপজেলা তাতী লীগের যুগ্ম আহবায়ক বিমল চন্দ্র, যুবলীগ নেতা জোবায়ের পল্লব প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যারাতে সন্ধ্যা প্রদীপের আগুন থেকে বাড়ীঘর ও আসবাবপত্র পুড়ে ভষ্মিভূত হয়। সংবাদ পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করেন।

No comments

Leave a Reply

three × 4 =

সর্বশেষ সংবাদ