সোনাতলা সংবাদ ডটকম (সাব্বির হাসান): বগুড়ার গাবতলীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক নারীসহ ৩জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে আজ বুধবার গাবতলীর নাড়–য়ামালা ইউনিয়নের প্রথমারছেও পালপাড়া গ্রামে।
জানা গেছে, গাবতলীর নাড়–য়ামালা ইউনিয়নের প্রথমারছেও পালপাড়া গ্রামের জনৈক শমেশ এর বাড়ীতে আজ বুধবার দুপুরে এক নারীসহ ২যুবক অসামাজিক কাজে লিপ্ত হয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ওই ৩জনকে পাকড়াও করে থানা পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা হলো সারিয়াকান্দী উপজেলার চরদিঘারপাড়া গ্রামের আলমগীর প্রাং এর ছেলে নাহিদুল ইসলাম নান্টু (৩২), চক রতিনা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তোতা (৩৮) এবং সোনাতলা উপজেলার পদ্মপাড়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে আমেনা বেগম (২৮)।
এ ঘটনায় থানার এসআই রিপন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে ২৯০ধারায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে। তবে স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রথমারছেও পালপাড়া গ্রামের জনৈক শমেশ তার বাড়ীতে দীর্ঘদিন থেকে দেহ ব্যবসা পরিচালনা করে আসছিল।
Leave a Reply