Menu

গাবতলীতে আজম খানের মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া

সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচ আজম খানের রুহের মাগফিরাত কামনা করে গত শুক্রবার বাদ জুম্মায় উপজেলার প্রতিটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে তোবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ছাড়াও মুসুল্লীবৃন্দ অংশ গ্রহণ করেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী সকালে এএইচ আজম খান ঢাকা থেকে ট্রেনযোগে বগুড়া রেলষ্টেশনে পৌঁছেন। এরপর তিনি বাসায় রিক্সাযোগে যাওয়ার পথে বগুড়া শহরের সাতমাথা পৌঁছার আগেই অর্থাৎ ফলপট্রি এলাকায় পৌঁছালে চলমান রিক্সার উপরই হৃদ রোগে আক্রান্ত হয়ে পাকা সড়কের উপর লুটিয়ে পড়েন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

No comments

Leave a Reply

6 + three =

সর্বশেষ সংবাদ