Menu

গাবতলীতে আ’লীগের বর্ধিত সভায় রবিন খানকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বগুড়া পৌর আ’লীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিনকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভায় এ ঘোষনা দেয়া হয়। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ভূলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিএম মুসা পেস্তা। আরও বক্তব্য রাখেন বগুড়া পৌর আ’লীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলু, সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ, আলমগীর হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আঃ গফুর, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী মিন্টু, মোমিনুল হক শিলু, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক খাজা নাজিমুদ্দিন, রামেশ্বরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব সাখাওয়াত হোসেন মামুন প্রমুখ। এ সময় ইউনিয়ন আ’লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বগুড়া পৌর আ’লীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিনকে দলীয়ভাবে প্রার্থী ঘোষনা করা হয়। সভা শেষে দলীয় নেতৃবৃন্দ ও উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানদেরকে নিয়ে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন বগুড়া পৌর আ’লীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিন। এদিকে একই সভায় না ফেরার দেশে চলে যাওয়া উপজেলা আ’লীগের সভাপতি মরহুম এ এইচ আজম খানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও শোক সভা করার প্রস্তুতি গ্রহণ করা হয়।

No comments

Leave a Reply

4 × five =

সর্বশেষ সংবাদ