গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলী পরসভা নির্বাচন উপলক্ষ গতকাল রবিবার পরসভাধীন দাঁড়াইল বাজার নকা মার্কার নির্বাচনী অফিস ফিতা কট আনুষ্ঠানিকভাব উদ্বাধন করন প্রধান অতিথি জলা আ’লীগর সহ-সভাপতি বীর মুক্তিযাদ্ধা টিএম মুসা পস্তা। এ লক্ষ্য আলাচনা সভা বীর মুক্তিযাদ্ধা আ’লীগ নতা আয়ন উদ্দিনর সভাপতিত্ব অফিস ঘর অনুষ্ঠিত হয়। এত বিশষ অতিথির বক্তব্য রাখন উপজলা আ’লীগর ভারপ্রাপ্ত সভাপতি আঃ সালাম ভুলন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক ও ময়র প্রার্থী মামিনুল হক শিলু ও পর আ’লীগর যুগ্ম আহবায়ক দলায়ার হাসন দিলু। এ সময় উপ¯িত ছিলন আ’লীগ নতা আবু হারজ, মাফাজ্জল হাসন, আঃ হক, আঃ জাবার, বলাল হাসন, ডাক্তার জুয়ল, আপল, উপজলা তাতী লীগর আহবায়ক ফরদস রহমান গামা, যুগ্ম আহবায়ক বিমল রায়, আঃ ওহাব, ছাত্রলীগ নতা রাহন, রয়ল, রিপন, কশিক, মাহমুদুল, স্বছাসবকলীগ নতা সাহাগ, অদু প্রমুখ।
Leave a Reply